Badarpur Assam Hospital Matter

অনেক দিন থেকে অচল অবস্থায় রয়েছে বদরপুর সমষ্টির ঘুড়ামারায় অবস্থিত কচুয়াদাম মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতাল ।হাসপাতালের নামে আছেন তিন জন ডাক্তার। কিন্তু হাসপাতালে কোন ডাক্তার আসেন না বলে অভিযোগ স্থানীয় মানুষের । তালা বন্ধ করে রাখা হয়েছে হাসপাতালের ওর্য়াড গুলিতে। হাসপাতালে নেই কোন পানীয় জলের ব্যবস্থা নেই।স্থানীয় মানুষ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যদের জানান সপ্তাহে এক দুই দিন ডাক্তার আসেন তা ও বারোটার সময় এবং চলে যান একঘন্টার ভিতরে। তাই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ।হাসপাতালের খোঁজ নিয়ে ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আসাম রাজ্যের সভাপতি আবু নাসের সিদ্দিকী, কালিগঞ্জ ব্লকের সভাপতি জাকারিয়া আহমেদ, জেলার রিপোর্টিং অফিসার সাব্বির হোসেন (মুন্না), মুন্নী ছেত্রী, মোহাম্মদ উজাইর সফরুল আলম। গ্রামের মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন। খুব শীগ্রই হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন আন্দোলন গড়ে তুলবে।
#HWO #HUMANRIGHTS #HOSPITAL #BADARPUR #ASSAM

Comments

Popular posts from this blog

Give Warm Clothes and Blankets to Save Underprivileged people this Winter

Muliya Ibrahim Haji Alarakha New Member from Gujarat