বিশ্বধর্ম গুরুদের কাছে সারা ভারত মানব কল্যাণ সংস্থার আর্জি ধর্মের নামে অপরাধ মূলক ঘটনা প্রতিরোধে এগিয়ে আসুন। তবেই সত‍্যিই ধর্মের নামে আর আরজকতা হবে না।
আজ বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারা ভারত মানব কল্যাণ অংশ নেয় এবং বিশ্ব ভ্রাতৃত্ব বোধের আহ্বান জানায়। অনুষ্ঠানে সারা ভারত মানব কল্যাণ সংস্থার পক্ষে মুন্নি ছেত্রী ও আবু নাসের ছিদ্দেকি প্রমূখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট বিভিন্ন ধর্মের ধর্মগুরু ও সমাজ সেবী ও গুনীজন। এছাড়া উপস্থিত ছিলেন নেপাল আগত বিশিষ্ট সমাজ সেবক।

Comments

Popular posts from this blog

Give Warm Clothes and Blankets to Save Underprivileged people this Winter

Muliya Ibrahim Haji Alarakha New Member from Gujarat

Badarpur Assam Hospital Matter